বিপিএল ঘিরে জুয়া, ৭৫ জন চিহ্নিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 19.11.2017 - 09:20 PM
ক্রীড়া প্রতিবেদক।। এখন পর্যন্ত বেশ পরিচ্ছন্নভাবেই চলছে বিপিএলের পঞ্চম আসর। শুরুর পর দুই সপ্তাহ গেলেও মাঠের খেলা বা টুর্নামেন্টের দলগুলোকে নিয়ে তেমন কোনো বিতর্ক ওঠেনি। তবে বর্তমান সময়ে ক্রিকেটটা কেবলই আর মাঠের খেলায় সীমাবদ্ধ থাকে না অধিকাংশ সময়ই। ক্রিকেটকে ঘিরে মাঠের বাইরেও চলে অনেক ‘খেলা’।
এবারের বিপিএলকে ঘিরেই যেমন আলোচনায় এসেছে জুয়া-বিতর্ক। বিপিএলের ম্যাচগুলোকে কেন্দ্র করে প্রতিদিনই রাজধানী ও দেশের অন্যান্য এলাকায় বসছে রমরমা জুয়ার আসর। এমনকি এই জুয়া খেলার বিরোধিতা করায় গত ৬ নভেম্বর দুর্বৃত্তের হামলায় খুনও হয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম।
এ অবস্থায় শুক্রবার বিপিএল ঘিরে এই জুয়ার আসরের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা।
সংবাদ সম্মেলনে কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, জুয়া খেলা বন্ধে সরকারিভাবে কোনো আইন না থাকায় কেবল সচেতনতা তৈরি ছাড়া খুব বেশি কিছু করার নেই বিসিবির। তবে মাঠ এবং এর আশপাশের এলাকায় জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জুয়া বন্ধে আমরা দর্শকদের সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছি। আমাদের নিজস্ব নিরাপত্তা দল স্টেডিয়াম এলাকায় যে কোনো ধরনের জুয়া প্রতিরোধে তৎপর রয়েছে। তাদের তৎপরতায়ই আমরা এখন পর্যন্ত ৭৭ জনকে জুয়া খেলার জন্য স্টেডিয়াম থেকে বের করে দিয়েছি। এর মধ্যে ৬৫ জন বাংলাদেশি। বাকি বিদেশিদের মধ্যে ১০ জন ভারতীয়।’
জুয়া খেলার বিরুদ্ধে কঠোর আইন না হলে এটা বন্ধ করাটা বেশ কঠিন বলেও মন্তব্য করেন তিনি।