জেনে নিন এবারের আইপিএলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
সময় ওয়েব ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ ১৮ ডিসেম্বর বিকেল ৪টায়। নিলামের আগে জেনে নিন এবারের আইপিএলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
এবার বসছে আইপিএল সিজনের ১২তম আসর।
-
১০০৩ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে ৩৫০ জন নিলামে উঠবেন আজ। এদের মধ্যে ২২৮ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন।
-
নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা। এই তালিকায় রয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে কোনও ভারতীয় নেই এই তালিকায়।
-
নিলামে ভারতীয়দের মধ্যে জয়দেব উনাদকাটকে নিয়ে দর উঠতে পারে। গতবার ভারতীয় মধ্যে সবচেয়ে বেশি দামে (১১.৫ কোটি) উনাদকাটকে কিনেছিল রাজস্থান। এবার রাজস্থান তাকে ছেড়ে দিয়েছে। ২০১৯ এর নিলামে তার বেস প্রাইস ১.৫ কোটি।
-
নিলামে যুবরাজ সিংয়ের বেস প্রাইস ১ কোটি। এই বেস প্রাইজে রয়েছেন মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাও।
-
জয়পুরে নিলামে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে। প্রীতির দলের হাতে আছে ৩৬.২০ কোটি।
-
দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২৫.৫০ কোটি।
-
রাজস্থানের পকেটে ২০.৯৫ কোটি।
-
বেঙ্গালুরু নিলামে খরচ করতে পারবে ১৮.১৫ কোটি।
-
কলকাতার কাছে আর বাকি আছে ১৫.২০ কোটি।
-
মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ১১.১৫ কোটি।
-
নিলামে সবচেয়ে কম টাকা হাতে রয়েছে হায়দরাবাদ (৯.৭০) ও চেন্নাইয়ের (৮.৪০)।
-
এবারের আইপিএলের নিলামে নেই 'হ্যামার ম্যান' রিচার্ড ম্যাডলি। ২০০৮ সাল থেকে নিলামে তিনিই ছিলেন পরিচিত মুখ।