সাফল্যের দুই বছরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 07.06.2020 - 08:10 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর কর্মস্থল শেরপুর জেলায় আজ ৭ জুন দুই বছর পূর্ণ হলো। এ উপলক্ষে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭ জুন রোববার দুপুরে শেরপুর জেলার সকল পুলিশ কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে উপস্থিত পুলিশ কর্মকর্তাগন ২ বছরের প‚র্তিতে কেক কাটেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম শেরপুরে যোগদান করার পর থেকে নালিতাবাড়ীতে ১৯৭১ সোহাগপুর গণহত্যার বিধবা পল্লীর বিধবাদের জন্য ব্যাপক সামাজিক কাজ করেছেন এছাড়াও শেরপুরের হিজড়া জনগোষ্ঠিসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন তিনি।

 বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুর জেলার ৫ উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছেন এবং তা অব্যাহত রেখেছেন।

“মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খ লেখা থাকে” এ প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতেই আজ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম শেরপুর বাসীর কাছে ব্যাপক আস্থা অর্জন করেছেন। সেই সাথে সাধারণ মানুষ এবং সুশীল সমাজের কাছে অতি জনপ্রিয় একজন পুলিশ সুপার হিসেবে শেরপুর বাসীর কাছে সুুুুনাম অর্জন করেছেন। 

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঝিনাইদহ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। শিক্ষা জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৪ তম বিসিএস (পুলিশ ক্যাডারে) ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ ও ঢাকায় দায়িত্ব পালন করেন।

পরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১৮ সালের ৭ জুন শেরপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সাফল্যের ২ বছর প‚র্তিতে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় জেলা পুলিশের কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা প্রদান কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, (ওসি তদন্ত) মনিরুল আলম ভুইয়া, জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, যানবাহন পুলিশ পরিদর্শক (টিআই) মোঃ জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাগণ বলেন, শেরপুর জেলায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর দুই বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 

 

 

Share icon