“ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমে ৮০ বছর, স্বাধীনতা আজো অধরা”– নিজাম উদ্দিন
মারুফুর রহমান, শেরপুর: ৩১ ডিসেম্বর ২০২৫
“ব্রিটিশরা চলে যাওয়ার পর প্রায় ৮০ বছর অতিবাহিত হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি ও আইন-আদালত এখনও তাদের রেখে যাওয়া সিস্টেমের ওপর নির্ভর করছে। জনগণ বারবার প্রতারিত হচ্ছে, আর প্রশাসন ও বিচার ব্যবস্থা ব্যর্থ।” -হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সম্মেলনের মূল বিষয় ছিল চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই। হেযবুত তওহীদের শেরপুর জেলার সভাপতি মুমিনুর রহমান পান্না'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং শেরপুর জেলা নারী সম্পাদক নুশরাত জাহান শারমিন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত প্রকাশ করেন যে, দেশের চলমান সংকট মোকাবিলার জন্য তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন অপরিহার্য। তারা মনে করেন, এই মূলনীতি অনুসরণ করেই জাতিকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটমুক্ত করা সম্ভব। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারীরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন, দেশের উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন এবং জনগণের নিরাপত্তা, শান্তি ও ন্যায্যতা নিশ্চিত করতে সকল ক্ষেত্রে সচেষ্ট থাকবেন।
