শেরপুর রোটারী ক্লাবের কার্যনির্বাহী পরিষদে নতুন প্রেসিডেন্ট বিনয়-সেক্রেটারি সাদি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 04.07.2020 - 02:29 AM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতা II শেরপুর রােটারী ক্লাবের (২০২০-২১) সালের কার্যনির্বাহী পরিষদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রােটারিয়ান বিনয় কুমার সাহা এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পপতি রােটারিয়ান সাদুজ্জামান সাদী।

কমিটির অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মােঃ দুলাল মিয়া, আলহাজ্ব মােঃ হায়দার আলী, আনিসুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শামসুন্নাহার কামাল, এক্সিকিউটিভ সেক্রেটারী রােটারিয়ান নাজমুল আলম, ট্রেজারার ডাঃ রতন চন্দ্র দাস, ক্লাব ট্রেইনার মাহবুবুর রহমান সুজা, ডিরেক্টর পাস্ট প্রেসিডেন্ট ডাঃ এটিএম মামুন জোশ, পাস্ট প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মােঃ ইদ্রিস মিয়া, পাস্ট প্রেসিডেন্ট ফাতেমা বেগম নাসরিন, পাস্ট প্রেসিডেন্ট আনােয়ারুল হাসান উৎপল, সার্জেন্ট এট আর্মস পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, পাস্ট প্রেসিডেন্ট মনির উদ্দিন আহমেদ, এডভােকেট ফারহানা পারভীন মুন্নী, বুলেটিন এডিটর পাস্ট প্রেসিডেন্ট শাহী উম্মুল বানীন, স্ট্যান্ডিং কমিটি চেয়ার পাস্ট প্রেসিডেন্ট লুৎফর রহমান মােহন, পাস্ট প্রেসিডেন্ট গােলাম মােহাম্মদ কিবরিয়া লিটন,পাস্ট প্রেসিডেন্ট নারায়ন চন্দ্র সাহা,পাস্ট প্রেসিডেন্ট শরণ রায়, পাস্ট প্রেসিডেন্ট মলয় মােহন বল। 

উল্লেখ্য,গত বছর অনুষ্ঠিত শেরপুর রােটারী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় রােটারিয়ান ডাঃ আবু তাহেরকে প্রস্তাবিত প্রেসিডেন্ট ও রােটারিয়ান সাদুজ্জামান সাদীকে সেক্রেটারী মনােনীত করা হয়। ডাঃ মােঃ আবু তাহের বদলিজনিত কারণে,সম্প্রতি ক্লাবের এক সভায় তার স্থলে বিনয় কুমার সাহাকে কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

Image

এদিকে রোটারী ক্লাব অব শেরপুর রোটারি বর্ষ (২০২০-২১) এর প্রথম দিনে তেরাবাজার জামে মসজিদে এক দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে। এ উপলক্ষে এক দোয়া মাহফিলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তি, ক্লাব প্রেসিডেন্ট বিনয় কুমার সাহার কোভিড-১৯ থেকে মুক্তি, সকল রোটারিয়ান সহ বিশ্বের আপামর মানুষের সুস্থতা এবং রোটারী ২০২০-২১ বর্ষের সাফল্য কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত শেষে এতিমখানার এতিমদের মাঝে রান্না করা খাবার প্যাকেট আকারে বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সরব রোটারিয়ান সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মোঃ সুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান, ফাউন্ডেশন কমিটি চেয়ার শরণ রায়, জেনারেল সেক্রেটারি মোঃ সাদুজ্জামান সাদী, ট্রেজারার ডা. রতন চন্দ্র দাস, পাস্ট প্রেসিডেন্ট মোঃ মনির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি শামসুন্নাহার কামাল, সার্জেন্ট এট আর্মস এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ নাজমুল আলম, সার্ভিস প্রজেক্ট চেয়ার মলয় মোহন বল প্রমুখ।

 

Share icon