শেরপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করলেন হুইপ আতিক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 08.07.2020 - 05:48 AM
Share icon
Image

বুলবুল আহম্মেদ, শেরপুরঃ শেরপুর সদর উপজেলায় বসবাসরত আদিবাসী অসহায় স্কুল শিক্ষার্থীদের মাঝে দুরন্ত বাইসাইকেল বিতরন করেন উপজেলা পরিষদ। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব ২০ জন আদিবাসি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে দুরন্ত বাইসাইকেল বিতরন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

অপরদিকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১ শত করে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ উদ্ধোধন ও উপজেলায় মসজিদের ১০ জন ইমামের মাঝে আম-রুপালী চারা বিতরন করেন হুইপ আতিউর রহমান আতিক।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রনালয় অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মুহিত কুমার দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফিরুজ আল- মামুন, সহকারী কমিশনার ভূমি ফারুক আল-মাসুদ, উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, কৃষি সম্প্রসারন অফিসার রিয়াসাত সাদাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক সন্জিব চন্দ্র বিল্টু, যুগ্ন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

 

Share icon