শেরপুরে নিখোঁজ হাফেজ হুরায়রার সন্ধান চান তার পরিবার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 19.07.2020 - 10:46 AM
Share icon
Image

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের  মো: খোকন মিয়ার ছেলে হাফেজ মো: আবু হুরাইরা অরফে জীবন (১৩) গত ৫ জুলাই নিজ বাড়ি থেকে দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান।

পরে তাকে আত্মীয় স্বজনদের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে। তার পড়নে ছিলো সাদার মধ্যে চেক রংয়ের লুঙ্গী ও লাল খয়েরী রংয়ের গাফহাতা গেন্জী।

সে স্থানিয় একটি মাদ্রাসার ছাত্র। তার অসহায় পরিবার তাকে ফিরে পেতে সকলের সাহায্য কামনা করেছেন।

এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫৭০) করা হয়েছে।

কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা মুঠোফোন নম্বরে ০১৯১২৮১৩৮৪৯, ০১৭৭৮২৪৩৪৩৪ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

 

Share icon