শেরপুর শহর আওয়ামীলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে শেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ফলজ ও ভেষজ প্রজাতির বৃক্ষ উদ্বোধন করা হয়।
১৯ জুলাই রবিবার দুপুরে পৌরসভার ৭,৮,ও ৯ নং ওয়ার্ডে মোট ৩শতাধিক ফলজ ও ভেষজ প্রজাতির চারা উদ্বোধন করেন যথাক্রমে পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।
এসময় অন্যান্যদের মধ্যে শহর আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো: নাজমুল আলম টিটু, কোষাধ্যক্ষ আবুল হাসেম, উওরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন আলী আকন্দ, জেলা বয়লার ও রাইস মিল মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান ময়না লিচু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলামীন বাদশা, আলহাজ্ব হাবিবুর রহমান, গৌরচন্দ্র দে, বাচ্চু মাষ্টার, শেফালী বেগম, আব্দুল গণী ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মূসা আলম সরকার, কালু কাজী, সফিকুল ইসলাম, আব্দুল আওয়াল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।