শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 25.07.2020 - 07:06 PM
Share icon
Image

শেরপুর (নালিতাবাড়ি) প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম চৌরাস্তা এলাকার মফিজ উদ্দিনের পুত্র আব্দুল বাতেন ড্রাইভারের বিরুদ্ধে বিচার চেয়ে মানববন্ধন করেছে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূড়া বাজারের কয়েক শতাধীক নারী ও পুরুষ। ২৫ জুলাই শনিবার সকাল ১১টায় সমশ্চূড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, প্রতিরোধযোদ্ধা মতিউর রহমান, ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া, সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রলীগ কর্মী গোলাম মাওলা, সাংবাদিক রবিউল ইসলাম, নির্যাতিত ছেলের পিতা আইয়ুব আলীসহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন, ২২ জুলাই বুধবার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পাশ্ববর্তী হলদীগ্রাম চৌরাস্তা বাজারে সমশ্চূড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর পুত্র এসএসসি পরীক্ষার্থী আলমাছ মিয়া (১৭) ঠেলা গাড়ি যোগে হলদীগ্রাম বাজারে সবজি বিক্রি করতে আসে।

এ সময় ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শেরপুর জেলা জজ কোর্টের ম্যাজিস্ট্রেটের ড্রাইভার আব্দুল বাতেন ও তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে এসএসসি পরীক্ষার্থী আলমাছকে চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে মারপিট করে। মারপিট শেষে আলমাছকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে ওই ড্রাইভার। পরে আলমাছকে চুরির মামলায় জেল হাজতে পাঠানো হয়।

জেলা জজ আদালতের বিচারকের ড্রাইভার আব্দুল বাতেন মিথ্যা অভিযোগে আলমাছকে মারপিট করে ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে থানায় মামলা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচার দাবী করেন। সেই সাথে ড্রাইভার বাতেনের কঠোর শাস্তি দাবী করেন।

 

Share icon