অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে শেরপুর জেলা প্রশাসকের অনুদান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 06.08.2020 - 04:56 AM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব নিজ উদ্যোগে এ অনুদান প্রদান করেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এ প্রজন্মের অনেকেই হয়তো শেখ কামাল সম্পর্কে জানেন না। তিনি ছিলেন আধুনিক চিন্তা-চেতনার একজন অগ্রগামী মানুষ। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। জীবন বাজী রেখে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।

আনার কলি মাহবুব বলেন, স্বাধীনতা পরবর্তী তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নেতৃৃত্ব দিয়েছেন। তারই চিন্তার ফসল তারুণ্যেও আবাহন আবাহনী ক্লাব। তার স্ত্রী সুলতানা কামালও দেশবরেণ্য ক্রীড়াবিদ ছিলেন। তিনি বেঁচে থাকলে দেশ আজ অন্য উচ্চতায় আসীন হতো। শেখ কামালের জন্মদিনে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াবিদদের জন্য ক্ষুদ্র এ আয়োজন।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স ও দাবা ডিসিপ্লিনের জেলার ১০ অসচ্ছল ক্রীড়াবিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেস ক্লাব সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

Share icon