শেরপুর পৌরসভায় এলইডি সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 24.09.2020 - 11:31 PM
Share icon
Image

সঞ্জীব চন্দ বিল্টু, শেরপুরঃ শেরপুর পৌরসভায় এলইডি সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকালে পৌরসভার সামনে ভবনের সামনে সুইচ টিপে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এ উপলক্ষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায়, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, তৌহিদুর রহমান বিদ্যুৎসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, পৌরসভার নাগরিক সেবার মধ্যে রাস্তা,ড্রেন,নির্মাণ-সংস্কার,বর্জ্য ব্যবস্থাপনা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ সড়কবাতি সচল রাখা। বিভিন্ন কারণে নাগরিকদের চাহিদা অনুযায়ী সকল সময় সকল সড়কে বাতি সচল রাখা সম্ভব হয়ে উঠেনা। অনেক সময় একটা রাস্তার বাতি নষ্ট হয়ে গেলে তা প্রতিস্থাপন করতে অনেক দেরী হয়ে যায়।

ওই অবস্থায় ইউজিআইআইপি-৩ প্রকল্পের কল্যাণে শেরপুর পৌরসভায় ৩ হাজার ৪২টি এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রম শুরু করা হলো। তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে এলইডি বাতি লাগানো হলেও খুব কম পৌরসভায় শতভাগ এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ভাগ্যবান।

ইউজিআইআইপি-৩ অন্তর্ভুক্ত ৩১টি পৌরসভার মধ্যে মাত্র দু’টি পৌরসভায় শতভাগ এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রম গৃহীত হয়েছে, তার মধ্যে একটি হলো শেরপুর পৌরসভা। আগামী ২ মাসের মধ্যে পৌর এলাকার সকল বৈদ্যুতিক খুঁটিতে বাতিগুলো স্থাপন করার কার্যক্রম শুরু হলো।

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে শহরে ৩ হাজার ৪২টি এলইডি সড়কবাতি স্থাপনে ব্যয় হচ্ছে প্রায় পৌণে ৫ কোটি টাকা।

সঞ্জীব চন্দ বিল্টু, শেরপুর।

Share icon