শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল : খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত তৃতীয় বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের কালিগঞ্জ এলাকায় আয়োজিত ওই টুর্ণামেন্টে খোয়ারপাড় শাপলাচত্ত্বর স্পোর্টিং ক্লাব ২-১ গোলে স্বাগতিক কালিগঞ্জ ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আক্রমণ-পাল্টা আক্রমণে খেলার প্রথমভাগ বেশ জমে উঠে। মুহূর্মূহূ আক্রমণে খেলার প্রথমার্ধে ১ গোল করে এগিয়ে যায় কালিগঞ্জ ইয়ং স্টার ক্লাব। পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া খোয়ারপাড় শাপলাচত্ব্বর স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষের ডি-বক্সে একের পর এক আক্রমণ চালালেও ইয়ং স্টার ক্লাবের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় বারবারই ব্যর্থ হয়। পরে খেলার শেষ পর্যায়ে মুহূর্মূহূ আক্রমণে পর পর দু’টি গোল করে বিজয়ী হয় খোয়ারপাড় শাপলাচত্ব্বর স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ উদ্বোধক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী প্রধান বক্তা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শাপলাচত্বর স্পোটিং ক্লাবের সভাপতি মেরাজ উদ্দিন, পৌর কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ, সমাজসেবক এমদাদুল হক মাস্টার, যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি বাকি বিল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক মনিহার হোসেন, স্থানীয় সমাজসেবক আলহাজ্ব বেলাল হোসেন, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, শাপলাচত্বর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, আইনজীবী মোঃ আক্রামুজ্জামান, ছাত্রলীগ নেতা শহিদুর রহমান বিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, এ টুর্ণামেন্টে ১২টি দল অংশ নেয়।