নারী নির্যাতনকারী ও ধর্ষকদের ফাঁসির দাবীতে শেরপুরে গ্রীন ভয়েস’র মানববন্ধন
শেরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে শেরপুরে পরিবেশবাদী ছাত্র-যুব সেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’ শেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন "গ্রীন ভয়েস" শেরপুর জেলা শাখার আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় এ কর্মসূচি শুরু হয়।
সংগঠনটির জেলা সমন্বয়ক মারুফুর রহমানের সভাপতিত্বে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আদিল উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, কোষাধক্ষ্য আসাদুজ্জামান মুরাদ, যায়যায়দিনের প্রতিনিধি তপু হারুন সরকার।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটের সভাপতি জাহিদুল খান সৌরভ, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, কালেরডাক২৪ এর বার্তা সম্পাদক সুলতান হোসেন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকরা মানুষ নামের কলংক, এদের কোন সমাজ নেই, কোন দল নেই। সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রুততার সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।