শেরপুরে নকল সোনার বারসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে নকল সোনার বারসহ আরিফুল ইসলাম আরিফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৫ ভরি ওজনের একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। আরিফ শহরের তাতালপুর (মির্জাপুর) এলাকার জনৈক আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিআইডি সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ একটি চক্র তামার উপর সোনার প্রলেপ দিয়ে অবিকল সোনার ন্যায় এসব বার সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছে। সিআইডি এ চক্রকে ধরতে বেশ কিছুদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এ চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলান্দহ এলাকার শ্যামল নামে এক স্বর্ণ ব্যবসায়ী এক হাজার টাকার বিনিময়ে এসব নকল স্বর্ণবার শেরপুরের বেশ কিছু লোকের কাছে বিক্রি করে। তারা বিভিন্ন দামে ওই বার স্বর্ণ বলে সাধারণ মানুষের কাছে বিক্রি করে।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে থাকা শেরপুর সিআইডির এসআই সজিব খান জানান, ওই চক্রের সাথে জড়িত অন্যান্যদের খোঁজা হচ্ছে।