শেরপুরে ভিডিওকলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু করলেন পল্লী বিদ্যুৎ এর জিএম প্রকৌশলী আলী হোসেন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 13.10.2020 - 10:33 PM
Share icon
Image

আমিনুল ইসলাম রাজু, শেরপুরঃ "শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এ স্লোগানকে সামনে রেখে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন ভিডিও কলের মাধ্যমে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের  বারঘরিয়া গ্রামের  ৩২টি আবাসিক  গ্রাহকের  সংযোগ দিয়েছেন। 

আজ মঙ্গল বার দুপুরে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকোশলী মোঃ আলী হোসেন এবং    কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান  আব্দুল বারি চান  সংযোগ উদ্বোধন করেন। 

এ কাজে  সহযোগিতা করেছেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আকবর হোসেন মিয়া, সহকারী প্রকৌশলী তৌহিদ খান, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)  মোঃ আশরাফ উদ্দিন,  প্রথম শ্রেণির ঠিকাদার আমিনুল ইসলাম রাজু। জুনিয়র ইঞ্জিনিয়ার আশেক মাহমুদ এর নেতৃত্বে লাইনম্যান ছাইফুল, মাহবুব, আজিজুল ও খালিদ আবাসিক মিটার লাগিয়েছেন।
 
এ সময় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর "শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এ নির্দেশনার আলোকে গ্রামাঞ্চলে গড়ে ওঠা নতুন ঘরবাড়ির মালিকেরা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এসে আবেদন করার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে। তিনি গ্রাহকদের যে কোন সমস্যায় দালাল-বাটপারদের সাথে যোগাযোগ না করে সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করেন। 

তিনি আরো বলেছেন, যদি কোন জায়গা থেকে দালালদের ব্যাপারে অভিযোগ পাওয়া যায় তাহলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

Share icon