শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব সংবাদদাতাঃ 'দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে সমগ্র বাংলাদেশে একযােগে ২০১৯-২০২০ অর্থ বছরে নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মিলিতভাবে উপভােগের আয়ােজন করা হয় । ঐ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ - পরিচালক ( উপ - সচিব ) এটিএম জিয়াউল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মােহাম্মদ বিল্লাল হােসেন , জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এএইচ এম আব্দুর রউফ , জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ - পরিচালক কৃষিবিদ ড . মােহিত কুমার দে , জেলা মুক্তিযােদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু , শেরপুর চেম্বার অব কমার্সের সহ - সভাপতি প্রকাশ দত্ত , শেরপুর ফায়ার সার্ভিসের উপ - সহকারী পরিচালক জাবিদ মােহাম্মদ তারেক প্রমুখ ।