শেরপুরে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রয়েছে
শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে থেকে চলবে ১৭ ই অক্টোবর পর্যন্ত।
এরই ধারিবাহিকতায় শেরপরে ৭ম দিনের মত শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রয়েছে।
লছমনপুর ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী মোঃ আনোয়ার হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোবারক হোসেন মহোদয়ের নির্দেশে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, প্রতিবছর একদিন এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও এবার নোভেল করোনা ভাইরাস সংক্রমণের কারনে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠিতত হচ্ছে।
তিনি বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে আমরা সকল স্বাস্থ্যকর্মী নিরাপদ দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছি।