শেরপুরে সাবেক এমপি শ্যামলীর পুত্র সন্তানের জানাজা সম্পন্ন


স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও ডিএমপি’র ডিসি আনিসুর রহমান বিপিএম পিপিএম দম্পতির পুত্র সন্তান মোঃ আর রহমান জন্মের মাত্র ৭ দিন পরই মারা গেছে (ইন্নালিল্লাহে…….রাজেউন)।
১৪ অক্টোবর বুধবার সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। আজ রাত বাদ এশা শেরপুর শহরের ঢাকলহাটীস্থ নিজ বাসভবনে (শ্যামলী সুপার অটো রাইস মিল) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ফাতেমাতুজ্জহুরা শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপক ওমর ফারুক জানান, গত ৭ অক্টোবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর দ্বিতীয় সন্তান আর রহমানের জন্ম হয়। জন্মের পরপরই ঠান্ডাজনিত সমস্যার কারণে শিশু আর রহমানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।