শেরপুরে প্রধান ডাকঘর ভবন নির্মাণ কাজ উদ্বোধন করলেন হুইপ আতিক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 04.11.2020 - 02:21 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ শেরপুরে প্রধান ডাকঘরের জরাজীর্ণ ভবন ভেঙে ৩ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ ৪ নভেম্বর বুধবার সকালে শহরের মাধবপুর এলাকায় ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি কাজের গুণগত মান ঠিক রাখার তাগিদ দেন।

Image

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে জামালপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গাজী শাহেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা আওয়ামী লীগের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল বারেক তোতা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ভবনের তিন তলা প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশন লিমিটেড কাজটি সম্পন্ন করছে। আগামী ৯ মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। 

Share icon