স্বাস্থ্যবিধি মেনে শেরপুরে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 05.11.2020 - 01:08 AM
Share icon
Image

প্রতিনিধি শেরপুর: স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে জেলার ছয়টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া ও প্লাকার্ড উপহার দেওয়া হয়। একইসঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক স্বাক্ষরিত চিঠি বিতরণ করা হয়।

৪ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আকরাম হোসেন, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. খাইরুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান ও করোনাকালে বিশেষ ভূমিকা পালন করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর কমিটির সমন্বয়ক মো. আল আমিনের হাতে উপহার হিসেবে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম আলোর দেওয়া শুভেচ্ছা উপহার গ্রহণ করে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ ২২ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, ইতিবাচক আর উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে এটি পাঠকের মধ্যে জনপ্রিয় সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতেও পত্রিকাটির ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

এসব কর্মসূচিতে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সাইফুল ইসলাম, সভাপতি মাশুকুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান, মো. আল আমিন, সাধারণ সম্পাদক রবিন সাহা, অর্থ সম্পাদক জুন্নুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান শামীম, মানববিষয়ক সম্পাদক নকিব হাসানসহ শেরপুর বন্ধুসভার সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

Share icon