শেরপুরে পাখি শিকারিদের কাছ থেকে ২৫ পাখি জব্দ করে অবমুক্ত করল বন বিভাগ
স্টাফ রিপোর্টারঃ শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের রৌহা ও গাওয়া বিলে অভিযান চালায় শেরপুর বন বিভাগ (বন্য প্রাণী সংরক্ষন বিভাগ)। মঙ্গলবার ১৭ই নভেম্বর সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে কয়েকজন পাখি শিকারী ফাঁদ পেতে পাখি শিকার করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।
এসময় ওই স্থান ও শিকারিদের বাড়ী থেকে দেশী বক, কানি বক, মদনটিয়া, ঘুঘু, কালিম, ডাহুক ও জলপিপিসহ প্রায় ২৫টি প্রজাতির পাখি জব্দ করা হয়। জব্দ করা পাখি গুলো ঘটনাস্থলেই অবমুক্ত করে বন বিভাগের লোকজন।
শেরপুর বন বিভাগের রেঞ্জার (বণ্যপ্রাণি সংরক্ষণ) আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন সম্প্রতি বেশ কিছু এলাকায় পাখি শিকারি বেআইনি ভাবে পাখি নিধন করছে। বন বিভাগের নিয়মিত কর্মসূচি হিসেবে এই অভিযানে বেশ কিছু পাখি শিকারিদের কাছ থেকে জব্দ করে অবমুক্ত করা হয়।
এই সমস্ত পাখি শিকারিদের ব্যাপরে বন বিভাগকে তথ্য দিতে সবাইকে অনুরোধ করে বলেছেন, এই শীতে অভিযান আরও জোরদার করে আইন অনুযায়ি পাখি শিকারিদের অর্থদন্ড ও কারাদন্ডে দন্ডিত করা হয়।