এএসপি আনিসুল করিম হত্যার বিচার দাবিতে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন
নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের কর্মচারীদের ‘মারধরে’ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর রবিবার দুপুরে ডিসি অফিস গেইটের সামনে অদম্য শেরপুরের উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এএসপি আনিসুল করিমকে চিকিৎসার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অদম্য শেরপুরের সমন্বয়ক এসএম ইমতিয়াজ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, বিতার্কিক শুভংকর সাহা, মানবাধিকার কর্মী শান্ত রায়, কমিউনিস্ট নেতা সোলায়মান আহমেদ প্রমুখ।
মানববন্ধনে সহভাগী হিসেবে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন শেরপুর, সমকাল সুহৃদ সমাবেশ, যুব ঐক্য পরিষদ, এসডিডিএফ, আবির্ভাবসহ বেশ কয়েকটি সংগঠন।