শেরপুরে সাংবাদিকদের ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 20.02.2021 - 07:56 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ শেরপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’র (পিআইবি) উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। 

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত ও জিয়াউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব, অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহ, রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ কোর্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন।

 

Share icon