শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব সংবাদদাতাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। ১৭ মার্চ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ওই মোমবাতি প্রজ্জ্বলন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
ওইসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমান, সহকারি কমিশনার মাহমুদুল হাসান মাহমুদ ও ডিএম সাদিক আল শাফিন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।