শেরপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 24.05.2021 - 02:31 AM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতাঃ ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ সোমবার প্রথম প্রহরে প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। 

ওইসময় তিনি শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, শেরপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসক্লাবকে ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত করেছেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শেরপুরের মানুষের মাঝে সাংবাদিকদের ভাবমূর্তি উজ্জল করবে। সাংবাদিকদের যেকোন আপদে-বিপদে আমরা সবসময় প্রেসক্লাবের সাথে আছি এবং থাকব।

Image

প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান।

ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, ফজলুল কবীর সুরুজ প্রমুখ। ক্লাবের সভাপতি শরিফুর রহমান বলেন, এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

Image

অপরদিকে সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে প্রেসক্লাবের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

উল্লেখ্য, ১৯৮০ সালে শেরপুর মহকুমা থাকাকালীন গঠিত হয় শেরপুর প্রেসক্লাব। তৎকালীন সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট জাকির হোসেন, বাবু রবি নিয়োগী, জয়নুল আবেদীন, সুশীল মালাকারসহ ৭ জন সাংবাদিক শেরপুর প্রেসক্লাব গঠন করেন। এরপর থেকেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সহযোগিতা করে আসছে শেরপুর প্রেসক্লাব।

 

Share icon