শেরপুরে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 03.06.2021 - 09:02 PM
Share icon
Image

নিজস্ব সংবাদাতাঃ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জাতীয় পলাকা উওোলন ও খেলোয়ার দের সাথে কুশল বিনিময় করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরু।

Image

এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আক্রাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল উপস্থিত ছিলেন।

পরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী দিনে বালক অনুর্ধ্ব ১৭ নকলা উপজেলাকে ৩-২ গোলে পরাজিত করে নালিতাবাড়ী উপজেলা দল এবং বালিকা অনুর্ধ্ব ১৭ দলে নালিতাবাড়ীকে ২-১ গোলে পরাজিত করে নকলা উপজেলা দল।

Share icon