শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ
নিজস্ব সংবাদাতাঃ শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ২৭ জুন সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।
মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের সকল সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য ইতোমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ৩/৪ মাসের মধ্যে ওইসব কার্যক্রম শেষ হলে মানুষ ঘরে বসেই সেবা নিতে পারবেন। তিনি পর্যটনশিল্পসহ সব পর্যায়ে শেরপুর জেলাকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শেরপুরকে সারাদেশে নজির হিসেবে এবং অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট অন্যান্য মহলের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। এছাড়া তিনি জেলাকে এগিয়ে নিতে পজেটিভ সাংবাদিকতার উপরও গুরুত্বারোপ করে করোনা মহামারী থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মোরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, সাপ্তাহিক দশকাহনিয়ার সম্পাদক আবু বক্কর, বীরমুক্তি যোদ্ধা তালাপতু হোসেন মন্জু, কবি সংঘের সভাপতি সাংবাদিক তালাত মাহমুদ, সাংবাদিক হাকিম বাবুল, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, আবুল হাশিম, শেরপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বি, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিষ্ট ফোরামের সভাপতি জুবায়ের হাসান, সাধারণ সম্পাদক জাহিদুল হক খান সৌরভ, সময় টিভির শহিদুল ইসলাম হীরা, বাংলার কাগজের সম্পাদক মনিরুল ইসলাম ও বৈশাখী টিভির সাংবাদিক বিপ্লব দে কেটুসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।