শেরপুরে গ্রীন ভয়েস'র মাস্ক ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টারঃ পরিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েস" শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
যুবরাই লড়বে,সবুজ পৃথিবী গড়বে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে দেশব্যাপী কোভিট-১৯ করোনা ভাইরাসের সচেতনামুলক মাইকিং, লিপলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিতায় গ্রীন ভয়েস'র কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবীর ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবীরের নির্দেশে ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলায় বিনামূল্যে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার সমন্বয়ক মারুফুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ শুভ, বাপ্পি, লোটাস, রেজওয়ান, সজিব, সাদ্দামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তারা পথচারীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ এবং করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচার-প্রচারণা সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে তাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যহত থাকবে।