শেরপুরে আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 01.08.2021 - 03:04 PM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতাঃ শেরপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরন করা হয়েছে। ১লা আগষ্ট রোববার দুপুরে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ৩০ জন উপকারভোগিদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Image

শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, উপজেলা ভূমি কর্মকর্তা তনিমা আফ্রাদ, উপজেলা ইন্জিনিয়ার সালমান রহমান রাসেল, ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, সাবেক চেয়ারম্যান একে এম রফিকুল ইসলাম প্রমুখ।

Image

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা প্রদান শেষে মুজিব বর্ষ উপলক্ষে একটি করে গাছ লাগানো হয় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের ঘরের পাশে।

Share icon