জনগণের জান মাল রক্ষার্থে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে হবে - এসপি হাসান নাহিদ চৌধুরী

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 09.08.2021 - 11:51 AM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ জনগণের জান মাল রক্ষার্থে আরও নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে হবে বলে মন্তব্য করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ৮ আগস্ট রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে জনগনকে সচেতন করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

এছাড়াও মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) গণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসারবৃন্দ।

Share icon