শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 10.02.2022 - 06:25 PM
Share icon
Image

শেরপুরে চার‌টি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার অ‌ভি‌যো‌গে ৪৫ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প‌তিবার (১০ ফেব্রুয়া‌রি) দুপু‌রে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লা এলাকায়
অ‌ভিযান চা‌লি‌য়ে ওই চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণআদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় করোনা মহামারিতে সরকারের নির্দেশনা অমান্য করে কামারেরচর ইউনিয়নের মর্ডান পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করায় সেই প্রতিষ্ঠানের মালিককে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাবস্থ্য করে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনকে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানী পাড়া এমএম পাবলিক স্কুলকে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়াস একাডেমী স্কুলকে একই ধারায় দোষী সাব্যস্থ করে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

পরেভ্রাম্যমাণ আদালতে দোষী শিক্ষা প্রতিষ্ঠানের মালিকগণ তাদের জরিমানা টাকা পরিশোধ করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, সিএ আ.মুন্নাফ, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ প্রমুখ।

 

Share icon