শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে প্রথম ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আাতিক।
এর পরেই জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা আওয়ামীলীগ, সদর আওয়ামী লীগ, পৌর আওয়মী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পলাকা উত্তলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পতাকা উত্তলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একই সাথে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।