"ক্লিন আপ শেরপুরের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শনি, 26.03.2022 - 12:38 AM
Share icon
Image

“পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী সংগঠন "ক্লিন আপ শেরপুর"র উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা ইভেন্ট পরিচালনার অংশ হিসেবে শুক্রবার ২৫ মার্চ ২০২২ বিকেল ৪ টায় ক্লিন আপ বাংলাদেশ শেরপুর টিম কর্তৃক জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল ও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।

Image

উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে ক্লিন আপ বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি.এম সাদিক আল শাফিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লিন আপ শেরপুরের দেবাশীষ সরকার, এডমিন প্যানেল সদস্য প্রস্ফুটিত শেরপুর গ্রুপ, শোয়াইব রহমান, মনিটর মিডিয়া ও আইডি টিম, অন্তর আহমেদ, মনিটর লজিষ্টিকস টিম, মেহেদী হাসান সিফাত, মডারেটর মিডিয়া ও আইটি টিম, সদস্য, জুনায়েদ রহমান জুয়েল, আতিকুর রহমান, সজিব মিয়া, তৃপ্তি, আশিকুর রহমান, রাসেল শেখ সহ তুমি সংগঠনের অন্যান্য  সদস্যগন।

ইভেন্ট শেষে ক্লিন আপ বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজু বলেন লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশ, আসুন, সে দেশে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন করি, পরিচ্ছন্ন শেরপুর তথা দেশ গড়তে সহযোগিতা করি।

Share icon