শেরপুরে ৪ হাজার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫ !! পুলিশের ৩৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাজারে পূর্বশত্রুতার জের ধরে প্রায় ৪হাজার গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকালে দু"দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দোকান ভাংচুরসহ উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়।
এঘটনায় পুলিশ শান্তি শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৩৯ রাউন্ড রাবার কার্তুজ, ১৯ রাউন্ড গ্যাস গানের গুলি ও ১ রাউন্ড সাউন্ড গানের গুলি চালিয়েছে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।