শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ
স্টাফ রিপোর্টার: শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে নতুন বছর বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয় । এসময় ঐতিহ্যবাহী নানা জিনিসের মুখোশ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোররা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে শহীদ দারোগ আলী পার্কে দিন ব্যাপী লোকজ মেলা, কারাগারে কারাবন্দীদের অংশগ্রহণে নাটক প্রদর্শনী ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশিত হয়।