শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 02.06.2022 - 03:53 PM
Image
শেরপুর জেলা শহরের বিভিন্ন অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ডা. মোবারক হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে বেলা ২ টা পর্যন্ত দুইটা হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মতান্ত্রীক ভাবে প্রাইভেট প্রেকক্টিস করার অভিযোগে আল মদিনা হাসপাতালে ৪ হাজার এবং নিরাপদ হাসপাতালে ১০ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ২৮ মে শহরের ১০১ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্ট্রিক সেন্টারে অভিযান চালিয়ে ৪২ টি অবৈধ থাকার কারনে বন্ধ করে দেয়া হয়।