শেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
শেরপুরে র্যাবের অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২২হাজার ৫শত টাকা। ২ জুন বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫মিনিটে ওই অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে যানা যায়, ২জুন বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫মিনিট র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে শেরপুর জেলার নকলা উপজেলার গনপদ্দী গ্রামে মো. ফিরোজ উদ্দিন এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম শ্রী রাসু চন্দ্র শীল (২৮)। সে উপজেলার ইশিবপুর গ্রামের মৃত সুলীন চন্দ্র শীলের ছেলে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।