শেরপুর ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
সোম, 06.06.2022 - 03:06 PM
Share icon
Image

ভ্রাম্যমান লাইব্রেরী শেরপুর ইউনিটের আওতায় অনলাইন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৬ জুন সোমবার দুপুরে শেরপুর সরকারী কলেজ মাঠ কেন্দ্রে এ পুরস্কার প্রদান করা হয়।

এতে গান, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় পৃথক ৪ টি পুরস্কার লাভ করে শেরপুর সরকারী কলেজের ভুটানী বিভাগের  অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও নকলা উপজেলার বারোমাইস তারাকান্দা গ্রামের বিথী আক্তার।

ভ্রম্যমান লাইব্রেরী কলেজ মাঠ কেন্দ্রে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ভ্রাম্যমান লাইব্রেরী কর্মকর্তা মো. তৌহিদ আলম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।

এসময় কবি রোমেল খান, জান্নাতুল ফেরদৌসী মিশুসহ অন্যান্য পাঠক-লেখক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিমাসে ভ্রাম্যমান লাইব্রেরীর ফেইসবুক গ্রুপ পেইজে উল্লেখিত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পরবর্তিতে বিজয়ীদেরকে জেলার বিভিন্ন পয়েন্ট বা কেন্দ্র থেকে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।

Share icon