শেরপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রবি, 03.07.2022 - 03:24 PM
Share icon
Image

শেরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে ও এঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যদের গ্রেফতারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৩ জুলাই) সকালে শহরের নিউমার্কেট মোড়ে এলাকার সর্বস্ত্মরের জনগণ ও জেলা মটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা গোলাম মোস্ত্মফা মস্তু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, জেলা মটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, আহত ব্যবসায়ীর মেয়ে অপি, ভুক্তভোগী কারিমুল হাসান জিহাদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী আব্দুল আওয়ালের উপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রম্নত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। নাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

তবে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। 

উল্লেখ্য, গত ২৬ জুন রাত সাড়ে ৮টায় শহরের নবীনগর বাসস্ট্যান্ডে আব্দুল আউয়ালের ব্যবসা প্রতিষ্ঠান জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে আহত করে। আওয়াল বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় রেজাউল করিম রেজাসহ ১১ জনের নাম উলেস্নখ করে এবং অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই কামাল মিয়া। 

Share icon