সারাদেশের ন্যায় শেরপুরের টিটিসি উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার
সোম, 25.07.2022 - 03:09 PM
Share icon
Image

সারাদেশের ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ১ টি ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের সাথে শেরপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আজ ২৮ জুলাই বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকায় গণভবন থেকে অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে এ উদ্বোধন ঘোষনা করেন। 

এসময় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত রাখা হয়। 

প্রধান মন্ত্রী শেখ হাসিনা টিটিসি উদ্বোধন ঘোষনা করার পর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত  আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ্ গিয়াস উদ্দিন আহমেদ, ভবন নির্মানকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিলস্নুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরম্নল ইসলাম হিরম্ন, শেরপুর প্রেসকস্নাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শহর সংলগ্ন ভাতশালা ইউনিয়নের কানাশাখলাস্থ দেড় একর জমির উপর ৪ তলা বিশিষ্ট এ টিটিসি ভবন নির্মানে মোট ২০ কোটি ৬৪ লক্ষ  টাকা ব্যয় করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা টিটিসি চত্বরে বেশ কিছু বৃক্ষ রোপন করেন।

Share icon