শেরপুরে ভোক্তা অধিকার আইনে ৩ টি ইলেক্ট্রনিক্স দোকানে ৩০ হাজার টাকা জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের ৩ টি ইলেক্ট্রনিক্স দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে লোডসেডিং এর কারণে বিভিন্ন ইলেক্ট্রনিক্স দোকানে চার্জার ফ্যানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রির দাম বৃদ্ধির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা রম্নবেল মাহমুদের নেতৃত্বে ইলেক্ট্রনিক্স পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় শহরের জিসান ইলেক্ট্রনিক্স শো-রম্নমে ২০ হাজার টাকা, ভিশন ইলেক্ট্রনিক্স দোকানে ৫ হাজার এবং ভিশন ইলেক্ট্রনিক্স এর শো-রম্নমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার কর্মকর্তা রম্নবেল মাহমুদ জানায়, বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় লোডসেডিং এর কারণে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রির দাম বেশী নেয়া অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানায়।