শেরপুরে ভোক্তা অধিকার আইনে ২টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা
শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে শহরের ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি বেকারী দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা রুবেল আহমেদের নেতৃত্বে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকার অভিযোগে শহরের চকবাজারে মিলন ইলেক্ট্রনিক্স শো-রুমে ১০ হাজার টাকা ও মুন্সি বাজারের তাজ বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা নগদ আদায় কারা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা রুবেল আহমেদ জানায়, বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করছি। আজ দুইটা প্রতিষ্ঠানে প্যাকেটজাত পন্যের গায়ে এমআরপি না থাকায় এবং কিছু বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকার কারণে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। ভোক্তাদের স্বার্থরক্ষায় এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানায়।