শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিজিটাল ডেটাবেজ'র উদ্বোধন
শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ ছবিসহ যাচাইকৃত হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেল আক্তার।
এ সময় যাচাইকৃত হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ ও ভোক্তাদের ছবিযুক্ত ডাটাবেজ ডিলারদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের দ্বৈততা পরিহার করা যাবে ও প্রকৃত দরিদ্র মানুষ খাদ্যবান্ধব কর্মসূচির সুফল পাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, সদর উপজেলায় মোট ভুক্তা ২৩,১১০ জন এর মধ্যে ডিজিটাল ডাটা বেজে ২০,৮৮২ জনকে ৩৭ জন ডিলারের মাধ্যমে চাল বিতরন করা হচ্ছে ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আল-ওয়াজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ।