শেরপুরে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পুনাক এর শুভেচ্ছা উপহার বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। ১ অক্টোবর শনিবার বিকেলে পুলিশ লাইন্সে ৮০ জন হিন্দু সম্প্রদায়ের মাঝে এসব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী পুলিশ সুপার পত্নী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এসময় তিনি বলেন, এটা শুধু আপনাদেরই উৎসব নয়, আমরা যারা বাঙালীর সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরের কথা ভাবেন। আপনারা যেন একটু ভালভাবে এ উৎসবটা উদযাপন করতে পারেন তার জন্যেই আজকে এই শুভেচ্ছা উপহার।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বক্কর সিদ্দিক ও নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নালিতাবাড়ী শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সরকার, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, ইমরান হাসান রাব্বি প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরনের পর্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জ ওসিদের পক্ষ থেকে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. হান্নান মিয়া, সোহেল রানা, ডিআইও -১ মো. জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি রিয়াদ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমেদ বাধল, নকলা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূইয়া, টিআই-১ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানসহ পুলিশ বিভাগের কর্মকর্তা উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।