শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 08.02.2023 - 06:49 PM
Share icon
Image

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় মকবুল হোসেন (৩৭) নামের অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ  দিয়েছেন আদালত। তিনি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। 

বুধবার দুপুরে শেরপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক . ইমান আলী শেখ ওই রায় ঘোষণা করেন। আদালত একইসঙ্গে আসামি মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি বকুলা বেগমকে আদালত বেকসুর খালাস দেন। 

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মকবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।  

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ও মামলার‌ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর কান্দিপাড়া গ্রামের বাড়িতে স্বামী মকবুল হোসেন স্ত্রী নূরুন্নাহারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করলে অপারগতা প্রকাশ করে আসামি মকবুল নূরুন্নাহারকেশ শারীরিকভাবে নির্যাতন করে। পরে জেলা সদর হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করলে স্বামী ও অন্যরা তাঁর (নূরুন্নাহার) লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। 

ঘটনায় নূরুন্নাহারের বড় ভাই আব্দুল জলিল বাদী হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মকবুল হোসেন তাঁর মা বকুলা বেগমকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় হত্যা মামলা করেন।

 

Share icon