শেরপুরে হোটেল রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 23.03.2023 - 03:30 PM
Share icon
Image

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তিনটি হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

২৩ মার্চ বৃহস্প্রতিবার সকালে  শহরের খোয়ারার পাড় শাপলা চত্ত্বর মোড়ের হোটেল আবির-নিবিরসহ আশপাশের বেশ কয়েকটি হোটেল এবং হোটেলের গুদামঘর ও রান্নাঘর পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ বিরজমান ও ভেজাল খাদ্য তৈরীর প্রমান পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ার মোর্শেদ এ জরিমানা করেন। 

এসময় তার সাথে শেরপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শাহাজাদা হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া রমজানে ইফতারসহ ভেজাল খাদ্য তৈরী ও বিক্রি বন্ধে এবং বাজার নিয়ন্ত্রন রাখতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাট-বাজারের দোকানপাটে শতর্ক করেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানোয়ার মোর্শেদ জানায়, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে এবং ইফতার ও বিভিন্ন খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত রাখতে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে আজ শহরের বিভিন্ন খাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হলো। এ মোবাইল কোর্ট পুরো রমজান মাস জুড়েই চলবে।

Share icon