শেরপুরে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত.
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারনস ম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মাতা, সাবেক শিক্ষিকা রহিমা ওয়াদুদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ। ৮ মে সোমবার দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর পৌরশহরের নিউমার্কেটস্থ রাজনৈতিক কার্যালয়ে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশের মধ্য
দিয়ে দলের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রয়াত রহিমা ওয়াদুদ
ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী পরিবার হারালো একজন অতি আপনজন। আমি ও শেরপুর জেলা আওয়ামীলীগ
মরহুমার বিদেহী আত্তার মাগফিরাত কামনা করছি। সেই সাথে দীপু মনি আপা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এসময় অন্যানের মধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামছুন নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।