শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
সোম, 05.06.2023 - 06:42 PM
Share icon
Image

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। এসময় পরিবেবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর অংশ গ্রহন এবং প্লাষ্টিক পন্য বর্জনে সচেতনতা বৃদ্ধির লক্ষে নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগের আয়োজনে শহর জুড়ে স্কেটিং র‍্যালী প্রদক্ষিণ করা হয়।

পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু,

Image

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আল মাহমুদ, বন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবক রাজিয়া সমাদ ডালিয়া,  পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমান, জনউদ্যোগ এর সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, স্বেচ্ছাসেবক সংগঠন বিডিক্লিন এর সভাপতি আল আমীন রাজু প্রমূখ।

পরে আলোচনা সভা শেষে পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার পৃথক ৩ টি গ্রুপে ১৩ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share icon