সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
৭১ টিভি বক্সিগঞ্জ (জামালপুর) এর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নালিতাবাড়ীর সাংবাদিকরা। শনিবার দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সন্মুখ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জামালপুরের বক্সিগঞ্জ সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ক্যাডাররা নাদিমের উপর হামলা চালায়। আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে নাদিমের মৃত্যু হয়। পুলিশ ইউপি চেয়ারম্যান সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালূকদার, টিআইবির সভাপতি সদরুল ইসলাম মাসুম, প্রেসক্লাব সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক বিপ্লব দে কেটু, মঞ্জুরুল আহসান, মাহফুজুর রহমান, হারুন অর রশিদ, অভিজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মশিউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সম্পাদক ফরিদ আহমেদসহ অন্যান্যরা