আমরা মানুষের পাশে ছিলাম তাই করোনা দেশকে লন্ডভন্ড করতে পারেনি - বেগম মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার
শনি, 24.06.2023 - 07:39 PM
Share icon
Image

জাতীয় সংসদ উপনেতা, নকলা-নালিতাবাড়ীর এমপি বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেন- করোনার সময় সবকিছু যখন স্থবির, তখন আমাদের নেত্রী শেখ হাসিনা স্কুল কলেজ গুলোতে শিক্ষার্থীদের বিকাশে টাকা পাঠায়। ইউনিয়ন গুলোতে টাকা পাঠায়। ফলে চাঙ্গা থাকে গ্রামীন অর্থনীতি। গ্রামীন অর্থনীতিতে এর প্রভাব আমরা পড়তে দেইনি। আমরা মানুষের পাশে ছিলাম। তাই বাংলাদেশকে করোনায় লন্ডভন্ড করতে পারেনি।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচ পুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ সকালে স্কুল, কলেজ, মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের  মাঝে সহযোগিতার লক্ষ্যে উদ্দীপনামূলক আর্থিক প্রনোদনা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প থেকে নালিতাবাড়ীর ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৩য়শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মেধাবী নয় হাজার সাতশ ৫৬ জন শিক্ষার্থীদের ১ হাজার করে মোট ৯৭ লাখ ৫৬ হাজার টাকা দিন ব্যাপি প্রত্যেক ইউনিয়নে উপস্থিত থেকে বিতরণ করেন। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রণোদনার নগদ অর্থ পেয়ে বেশ খুশি। 

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon